Friday , 7 November 2025

সুন্দরবন ভ্রমণে আসার সময় মোটরসাইকেল ও বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭জন। নিহতরা বাসের যাত্রী। আর আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। শুক্রবার ৭ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে ( মাছের ঘেরে) ।

এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হয় ৭জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। আহতদেরকে উদ্ধার করে রামপাল ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেলে যারা ছিলেন তারা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম কে শুভেচ্ছায় বরণ হাজারো জনতার

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ ৫ (বেলকুচি, এনায়েতপুর, চৌহালী) আসনের বিএনপির সমর্থিত …