॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
বা গেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মোংলার মাদক ব্যবসায়ী আকবার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় মোংলায় অভিযান পরিচালনা করেন । বুধবার (২১ অক্টোবর ) দুপুরের সময় মাদক ব্যাবসায়ী আকবার সহ দুই জনকে কুমাড়খালি এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা স্টিকার দেখতে পান।
গ্রেফতারকৃতরা হলেন মাকোরঢোন এলাকার আব্দুল ছত্তারের হাওলাদারের ছেলে মোঃ আলী আকবার (৩৫) আরাজি মাকোরঢোন এলাকার জোমাতুল্লাহ শেখের ছেলে মোঃ শহিদুল শেখ (৪২) ও একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৬), তারা সকলেই মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্ধা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় মোংলায় অভিযান পরিচালনা করেন । বুধবার (২১ অক্টোবর ) দুপুরের সময় মাদক ব্যাবসায়ী আকবার সহ দুই জনকে কুমাড়খালি এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা স্টিকার দেখতে পান।
স্থানীয় বাসিন্ধা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আকবার মোংলার চিহ্নিত মাদক ব্যাবসায়ী কুমাড়খালী এলাকার। তাকে সহ আরো দুই জনকে আটক করে। তবে তারা সেবনকারী না ব্যাবসায়ী সে বিষয়ে তারা জানেন না । তবে অনেকের ধারণা ওই দুই জন আকবরের মাদক ব্যাবসার সহযোগী হতে পারে। আকবার এলাকায় ৭/৮ জনকে দিয়ে ইয়াবা বিক্রি করায়। তাদের কে আকবারের মাদক ব্যাবসার স্টাফ বলা হয়।
এ বিষয়ে মোংলা থানায় যোগাযোগ করা হলে থানা থেকে কোন তথ্য পাওয়া যায় নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা অফিসে যোগাযোগ করা হলে আটকের কথা স্বিকার করলেও বিস্তারিত জানানো হবে বলে জানালে তাদের সাথে যোগাযোগ করা হলে আর কোন তথ্য পাওয়া যায়নি।
মাদক ব্যাবসায়ী আকবার আটকের খবরে এলাকার স্থানীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস দেখা গিয়েছে। তার কারণে এলাকায় তরুণরা ইয়াবা সেবনে আশক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল