Saturday , 21 June 2025
প্রতীকি ছবি

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার আসানবাড়ী এলাকায় গলাকাটা লাশ উদ্ধার

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ তাড়াশ উপজেলায় গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।

 

শনিবার বেলা ১১ ঘটিকায় এলাকাবাসী উক্ত স্থানে ওই ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে । তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন সুরতাল রিপোর্ট তৈরি করে লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শনিবার ১৯ এপ্রিল ২০২৫ সকাল ১১ ঘটিকার দিকে তাড়াশ – রানিরহাট রাস্তার আসানবাড়ী নামক স্থানে রাস্তার পশ্চিম অংশে ফসলী জমির আল থেকে রাশিদুল হাসান(৩৬) নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রাশিদুল হাসান পৌর শহরের উলিপুর মহল্লার তুফান সরকারের ছেলে, পেশায় তিনি পিক আপ চালক ছিলেন ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ ঘটিকায় এলাকাবাসী উক্ত স্থানে ওই ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে । তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন সুরতাল রিপোর্ট তৈরি করে লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …