॥ সাদ্দাম উদ্দিন রাজ , নরসিংদী জেলা প্রতিনিধি ॥
“বে গম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলো, তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো। সেখানে রেখে তাকে স্লো পয়েজিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হ*ত্যার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে।
খায়রুল কবির খোকন আরও বলেন, কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতিকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয়নি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল