॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ জেলার বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ বেলকুচি থানা শাখার উদ্যোগে এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বওড়া কাসেমুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদরাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ও কুরআন-সুন্নাহভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়েখে চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মাওলানা আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা আলহাজ মাওলানা মোতালিবুর রহমান সাঈফী, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ উম্মাহ পরিষদ, সিরাজগঞ্জ মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সদস্য, কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ
সমাবেশে সভাপতিত্ব করেন– আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ ছানোয়ার হোসেন, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, বেলকুচি থানা শাখা। বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ও কুরআন-সুন্নাহভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে শতাধিক ওলামা, ছাত্র, শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত মুসল্লিদের মাঝে ছিল ভিন্ন এক ধর্মীয় অনুভব ও ঐক্যবদ্ধ চেতনা।