॥ বিশেষ প্রতিনিধি ॥
গত ১৪ জানুয়ারি শনিবার আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের বগুড়ায় পাচ তারকা বিশিষ্ট হোটেল মমইন এ আয়োজিত জাতীয় কনভেনশনে অনুষ্ঠিত নির্বাচনে এপেক্স ক্লাব অব ঢাকার সাবেক সভাপতি এবং এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জেলা-১ এর সফল জেলা গভর্ণর এপে. কবির আহমেদ এন.আই.আর.ডি পদে ৮৩ ভোটে জয়লাভ করেন। নিকটতম প্রার্থী পেয়েছেন ১৫ ভোট।

নির্বাচনে সারা দেশ থেকে ৯৮টি ক্লাবের ৯৮ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে সারা দেশ থেকে ৯৮টি ক্লাবের ৯৮ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এপেক্স ক্লাব অব ঢাকা প্রার্থী হিসেবে এপে. কবির আহমেদ নির্বাচিত হওয়ায় ক্লাব সদস্যরা উচ্ছসিত। তিনি সকল এপেক্সিয়ান ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল