Tuesday , 3 December 2024

আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত – শিরীন আখতার এমপি

॥ রাজশাহী প্রতিনিধি ॥

গুপ্তহামলাকারী, সন্ত্রাসী বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের দেশব্যাপি কর্মসুচি পালন। ঢাকায় সমাবেশ ও মিছিল

 

গুপ্তহামলাকারী বিএনপি-জামাতের হরতাল-অবরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে আজ ১১ নভেম্বর ২০২৩ শনিবার বিকাল ৪টায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ জাসদ চত্ত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, গত ২৮ অক্টোবর শান্তিপুর্ণ সমাবেশের নামে বিএনপি-জামাত সারাদেশ থেকে আগুনসন্ত্রাসী, গুপ্তহামলাকারীদের জড়ো করে ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধানবিচারপতির বাসভবন, অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা করেছে, মার্কেটে আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে।

যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

বক্তব্য রাখেন, জাসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হাসান তরুন, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, শুভংকর দে বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম,

সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর দক্ষিন সভাপতি আলা উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর, ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, গত ২৮ অক্টোবর শান্তিপুর্ণ সমাবেশের নামে বিএনপি-জামাত সারাদেশ থেকে আগুনসন্ত্রাসী, গুপ্তহামলাকারীদের জড়ো করে ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধানবিচারপতির বাসভবন, অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা করেছে, মার্কেটে আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে।

দেশের উন্নয়ন, অপ্রতিরোধ্য অগ্রগতি, গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত একের পর এক হরতাল-আবরোধের নামে গুপ্তহামলা, অগ্নিসংযোগ, হামলা, ভাংচুরের পথ বেছে নিয়েছে, দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি এবং সাংবিধানিক ধারার বাইরে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, শান্তি বিনষ্টকারী, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধবংস করতে চায়। আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি, জাতীয় যুব জোটকে যুব সমাজকে সংগঠিত করে,

জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী বিএনপি-জামাত অশুভ শক্তির অপতৎপরাতা রুখে দেয়া আহবান জানান।
গুপ্তহামলাকারী, সন্ত্রাসী বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের আহুত এ কর্মসুচি আজ ১১ নভেম্বর দেশের জেলাা-উপজেলা-মহানগরে পালিত হয়েছে।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …