॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশীগ্রাম ইউনিয়নে রবিবার ৩০ নভেম্বর ২০২৫ প্রান্তিক নিম্ন আয়ের ৩০৩ জন উপকারভোগী পরিবারের মাঝে VWB এর চাউল সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন গ্রাম্য পুলিশ গণ। এ সময় উপকারভোগী পরিবারদের পদচারণায় মুখরিত ছিল অত্র ইউনিয়ন পরিষদ।
এই চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো অনেকটাই স্বাচ্ছন্দ বোধ করেছেন। প্রতিটা পরিবার ৩০কেজি করে চাউল পেয়েছেন। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং দেশীগ্রাম গুডপিপুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু জ্ঞানেন্দ্রনাথ বসাক, ট্যাগ অফিসার মো:শাহরিয়ার কবীর, মো: সেলিম রেজা. প্রশাসনিক কর্মকর্তা, মোঃ মনিরুজ্জামান. হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, চাম্পা খাতুন পাখি মেম্বার, ছানোয়ারা খাতুন মেম্বার, এমদাদুল হক লিটন মেম্বার, সাদ্দাম হোসেন, হায়দার আলী, আজম আলী, মুকুল হোসেন, সুশীল মেম্বার প্রমুখ। নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন গ্রাম্য পুলিশ গণ। এ সময় উপকারভোগী পরিবারদের পদচারণায় মুখরিত ছিল অত্র ইউনিয়ন পরিষদ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল