Saturday , 21 June 2025

নোয়াখালীর কবিরহাটে অস্র ঠেকিয়ে খামার থেকে গরু ডাকাতি, আহত-১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালী কবিরহাট উপজেলায় গভীর রাতে অস্র ঠেকিয়ে কর্মচারিদের বেঁধে রেখে শামছুন নাহার দুগ্ধ ও মৎস খামারের গরু,ছাগল ও গোখাদ্য ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা পালিয়ে যাবার সময় স্থানীয় নুরুর আমিন (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে।

 

তার খামার ও মৎস প্রজেক্টে এলাকার কয়েকটি পরিবার কর্ম করে খাচ্ছে। এভাবে রাতে অন্ধকারে পিস্তল অস্র ঠেকিয়ে তার গরু, ছাগল ও মালামাল ডাকাতি করে পিক-আপে করে নিয়ে যাওয়া এটা আমরা কোন দেশে বাস করছি। কারো জীবনের নিরাপত্তা নাই। আমরা দ্রুত তার গরু,ছাগল উদ্ধার সহ ডাকাতদের গ্রেফতার দাবী জানাচ্ছি।

১ জুন রবিবার সরেজমিনে ঘটনাস্থলে গেলে খামারের পরিচালক সাজিদ আল নাহিয়ান তাওসিক কর্মচারিদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ১০/১৫ জনের একদল ডাকাত দেশিয় পিস্তল, রামদা,চেনি,লোহার পাইপ হাতে করে ছোট দলে ভাগ হয়ে মেইন গেইটের তালা ভেঙে খামারে প্রবেশ করে। এসময় দায়িত্ব রত পাহারাদার ইসমাইলকে মারধর করে অস্র দেখিয়ে ভয় দেখিয়ে পিলারের সাথে হাত, মুখ বেঁধে ফেলে। এরপর খামারের ঘরের মধ্যে ঢুকে কর্মচারি জাফর,আমির হোসেন রিয়াদ ও আবদুল ওয়ারেছকে ঘুম থেকে অস্র ঠেকিয়ে তুলে গামছা ও দড়ি দিয়ে হাত মুখ বেঁধে ফেলে।

ডাকাতরা মুল গেইট দিয়ে ২টা পিক-আপ খামারে ঢুকায় এবং একে একে ৯ টা বড় ষাড় গরু,৪টা বড় জাতের ছাগল ও ২০ বস্তা গোখাদ্য ২ টা পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। তিনি আরও জানান,সারাবছর দেশের বিভিন্ন হাট থেকে আমরা গরু কালেক্ট করি। খাদ্য পানীয় দিয়ে লালন পালন করে বছর শেষে কুরানির হাটে বিক্রি করে ব্যবসা করে থাকি।

এ বছর ও এ গরু গুলো বিভিন্ন হাট থেকে ক্রয় করে আনা যা কুরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয় বাদী হয়ে ডাকাতির মামলা করতে গেলে কবিরহাট থানার ওসি মোঃ শাহিন মিয়া বলেন ডাকাতির অভিযোগব না চুরির অভিযোগ করতে। এতে আমরা অবাক হই। বার বার অনুরোধ করার পরও তিনি ডাকাতির অভিযোগ নিতে অস্বীকার করেন।

ঘটনাটি ঘটেছে ২৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীর হাটের দক্ষিণে হাজী ওবায়েদ মিয়ার মালিকানা শামছুন নাহার দুগ্ধ ও মৎস খামারে।


ধানসিঁড়ি ইউনিয়নের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক জানান, ৫ আগষ্টের পর এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। অনেকের গরু চুরি,ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আমি নিজেও ভুক্তভোগী। হাজী ওবায়েদ মিয়ার খামারে স্টাফদের বেঁধে রেখে পিক-আপে কনে গরু ডাকাতির ঘটনা খুবই দুঃখজনক। ডাকাতদের বাধা দিলে খুন খারাপির মতো ঘটনাও ঘটে যেতো।এখানে অনেক লোক কর্ম করে জীবন চালায়।

এভাবে চলতে থাকলে তিনি ব্যবসা ছেড়ে দিবেন। এতে কয়েকটি পরিবার বেকার হয়ে পড়বে,দেশের উন্নয়ন ব্যাহত হবে। প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করছি।

স্থানীয় এলাকার ইব্রাহিম খান,শহিদ উল্লাসহ অনেকেই এ ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন ওবাযেদ হাজী একজন বিনয়ী ভালো মানুষ। তার খামার ও মৎস প্রজেক্টে এলাকার কয়েকটি পরিবার কর্ম করে খাচ্ছে। এভাবে রাতে অন্ধকারে পিস্তল অস্র ঠেকিয়ে তার গরু, ছাগল ও মালামাল ডাকাতি করে পিক-আপে করে নিয়ে যাওয়া এটা আমরা কোন দেশে বাস করছি। কারো জীবনের নিরাপত্তা নাই। আমরা দ্রুত তার গরু,ছাগল উদ্ধার সহ ডাকাতদের গ্রেফতার দাবী জানাচ্ছি।

খামারের মালিক হাজী মোঃ ওবায়েদ উল্লাহ জানান,আমি দির্ঘদিন থেকে এখানে গরু,ছাগল লালন পালন, মুরগীর খামার ও মাছের চাষ করে ব্যবসা করে আসছি। এতে দেশের মাছ – মাংসের চাহিদা পুরনে কাজ করছি। প্রতিবছর কুরবানির সময় ১০/২০ টা গরু বিক্রি করে থাকি। এবারও বাহিরে থেকে গরু কিনে এনে মোটা তাজা করে তা আসছে কুরবানির হাটে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আমার কর্মচারিদের মারধর করে অস্র ঠেকিয়ে বেঁধে পিক-আপে করে গরু,ছাগল,খাদ্য ডাকাতি করে নিয়ে গেছে।

আমি প্রশাসনের কাছে ডাকাতির মামলা করতে গেছি কিন্তু পুলিশ চুরির মামলা নিবে ডাকাতি অভিযোগ নিবেন না বলে সাফ জানিয়ে দেয়। এতে আমি বিস্ময় প্রকাশ করছি। আমি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করছি। আমার গরু,ছাগল উদ্ধারের ব্যবস্থা করুন। আমাকে বাঁচান। আমি এতটাকা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা করতে পারবো না।

এবিষয়ে কবিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। পরবর্তিতে এএসপি সদর সার্কেল স্যারসহ আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। গরু,ছাগল উদ্ধারে আমরা কাজ করছি। খামারের মালিককে মামলা করতে বলা হয়েছে।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …