Sunday , 9 November 2025

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বদলিজনীত বিদায় সংবর্ধনা:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বিবার ১৯ অক্টোবর ২০২৫. সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ বদলিজনীত বিদায়ী কালচারাল অফিসার “ড. ফারুকুর রহমান ফয়সল”মহোদয় কে ফুলেল সংবর্ধনা দেন শিশু প্রশিক্ষণার্থী – রাইনা,সালিহিন, ও কাব্য ।

 

দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তোমাদেরও অনেক বড় মাপের মানুষ হতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে ।

ছোট ছোট বাচ্চাদের এই ভালবাসা ও সংবর্ধনায় আবেগ আল্পূত হয়েছেন কালচারাল অফিসার । তিনি বাচ্চাদের স্কুলমুখী, সুস্থ ধারার সংস্কৃতি, খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং মোবাইল থেকে দূরে থাকতে বলেছেন। সিরাজগঞ্জ জেলা একটি খুবই সম্ভাবনাময় জেলা, এই জেলার প্রতি ভালবাসা আমার সব সময়ই থাকবে। এই জেলায় দেশবরেণ্য অনেক জ্ঞানী গুণীজন জন্মগ্রহণ করেছেন ।

উনাদের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তোমাদেরও অনেক বড় মাপের মানুষ হতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে । সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তি শিক্ষক, এ, কে, আজাদ, অভিভাবক শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল, এবং অন্যান্য শিক্ষিকাগণ।

Check Also

জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ২ ০২৪ সালের সেপ্টেম্বর থেকে দস্যুমুক্ত সুন্দরবনে আবারও …