Saturday , 21 June 2025

সাতক্ষীরা সিটি কলেজে অনিয়ম ও অবৈধ নিয়োগের অভিযোগে মানববন্ধন

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি বাতিল এবং অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে কলেজ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

যা তারা ‘সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিকথ বলে উল্লেখ করেন। তাদের দাবি, কলেজের স্বার্থবিরোধী এই ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা সিটি কলেজে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আর্থিক অনিয়ম চলে আসছে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী মো. মনিরুজ্জামানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং তা কলেজ পরিচালনা পর্ষদের কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে।

বক্তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কৌশলে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যা তারা ‘সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিকথ বলে উল্লেখ করেন। তাদের দাবি, কলেজের স্বার্থবিরোধী এই ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বক্তারা আরও বলেন, “গত ৫ আগস্ট ২০২৪ সালে দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরও সাতক্ষীরা সিটি কলেজে এখনো অস্বচ্ছতা ও দুর্নীতি বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অবিলম্বে অবৈধ কমিটি বাতিল করে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠন করতে হবে।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. ইউনুচ আলী, ড. মিজানুর রহমান, মো. আব্দুল ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম, ছাত্র প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …