Friday , 4 April 2025

র্নীতি থামাতে না পারলে অর্থনীতি আরো ধ্বংস হবে

॥ নিজস্ব প্রতিবেদক ॥

তুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, দুর্নীতি থামাতে না পারলে অর্থনীতি আরো ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ নতুনধারার কার্যালয়ের সামনে নিরন্ন-ভাসমানদের মাঝে খাদ্য প্রদান কর্মসূচির শেষে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

 

 

এদুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

সূত্রঃ মিডিয়া সেল, নতুনধারা বাংলাদেশ এনডিবি

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …