Sunday , 13 April 2025

‌স্বেচ্ছা‌সেবক আসা‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ ও ফেসবু্কে বিভ্রা‌ন্তি তথ‌্য ছড়া‌নোর প্রতিবা‌দে এলাকাবাসীর প্রতিবাদ

॥ নূরুন্নবী ইমন , শ‌্যামনগর, প্রতিনিধি ॥

কৈ খাল‌ী ইউনিয়‌নের দ‌ক্ষিণ কৈখালী একতা যুব সং‌ঘের নির্বাহী প‌রিচালক , স্বেচ্ছা‌সেবক মোঃ আসাদুজ্জামান আসা‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা সংবাদ প্রকাশ ও বি‌ভিন্ন ফেসবুক হ‌তে বিভ্রা‌ন্তি , অসত‌্য তথ‌্য ছড়া‌নোর প্রতিবা‌দে ০৯ ই এ‌প্রিল ( বুধবার) বিকাল ৫ টায় দ‌ক্ষিণ কৈখাল‌ী একতা যুব সং‌ঘ সংল‌গ্নে এলাকাবাসী ও উপকারভু‌গি‌দের পক্ষ থে‌কে প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয় ।

স্থানীয় ফজলু তরফদা‌রের প‌ুত্র মোঃ সিরাজ‌ুল তরফদার ও মোঃ খা‌লেক গাজীর পুত্র মোঃ ইয়া‌ছিন হো‌সেন স্থানীয় দলাদ‌লির কার‌নে আসা‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা তথ‌্য দি‌য়ে বি‌ভিন্ন ফেসবুক হ‌তে বিভ্রা‌ন্তি তথ‌্য ছড়া‌চ্ছে

প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রাখেন সা‌বেক ইউ,পি সদস‌্য আলহাজ্ব জি,এম, নুর মোহাম্মাদ , মোছাঃ না‌সিমা খাতুন, মোঃ আব্দুল হাই তর‌ফদার, মোছাঃ ফ‌তেমা বি‌বি, মোছাঃ আ‌মেনা বেগম, মোছাঃ ফ‌জিলা বি‌বি, মোঃ কামরুল ইসলাম, মোছাঃ আছিয়া খাতুন, মোঃ সিরাজ শেখ প্রমুখ । প্রতিবাদ সমা‌বে‌শে বক্তরা ব‌লেন , আসাদ একজন ভাল ছে‌লে।

সে বহু বছর ধ‌রে এল‌কাসহ আ‌শে পা‌শের গ্রা‌মের হত দ‌রিদ্র, অসহায় , দুস্থ‌্য মানুষ‌দের বিভিন্ন দাদা সংস্থা, স্বেচ্ছা‌সেবী প্রতিষ্ঠান , প্রবাসি, সরকারী , বেসরকারী প্রতিষ্ঠান হ‌তে বি‌ভিন্ন অনুদান এ‌নে স‌ঠিক ভা‌বে প্রদান ক‌রেন ।

স্থানীয় ফজলু তরফদা‌রের প‌ুত্র মোঃ সিরাজ‌ুল তরফদার ও মোঃ খা‌লেক গাজীর পুত্র মোঃ ইয়া‌ছিন হো‌সেন স্থানীয় দলাদ‌লির কার‌নে আসা‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা তথ‌্য দি‌য়ে বি‌ভিন্ন ফেসবুক হ‌তে বিভ্রা‌ন্তি তথ‌্য ছড়া‌চ্ছে ।

প্রতিবাদ সমাবেশ হ‌তে এল‌কাবাসী মিথ‌্যা গুজব রাটা‌নোকারী‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন । অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন দ‌ক্ষিণ কৈখালী একতা সং‌ক্ষের ভারপ্রাপ্ত সভাপ‌তি মোঃ আ‌রিফ হো‌সেন

Check Also

রায়গঞ্জের ওসির বিরুদ্ধে আ’লীগ কে, পক্ষপাতিত্ব,মামলা ফাইনাল,বাদীকে হয়রানি ও অপহৃত স্বাক্ষীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জর লক্ষীবিষ্ণ প্রসাদ গ্রামে বিগত আ’লীগ সরকারের …