Saturday , 21 June 2025

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তাঁর এলাকায় ঈদ উদযাপন করেছেন

॥  উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

জা তীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাঁর নিজ এলাকা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এবারের ঈদ উল আজহা উদযাপন করেছেন।

গ্রামের মানুষ দলমত নির্বিশেষে একতাবদ্ধ ও শান্তি প্রিয়। আমরা হানাহানির রাজনীতি কখনোই এদেশে ফিরে আসুক তা চাইনা।

নামাজ পড়তে নিজ এলাকা বুড়ির চর ইউনিয়নের সোনা মিয়া হাজী জামে মসজিদে আসেন এবং ঈদের নামাজ আদায় করেন। এ সময় মসজিদে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- ৫ আগষ্টের পূর্বে আন্দোলন চলাকালীন সময়ে ফ্যাসিবাদী শক্তি এদেশের মানুষকে পাড়া মহল্লায় শোষণ নির্যাতন নিপীড়ন করেছে।

আমার নিজ বাড়িতে ও আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। এ গ্রামের মানুষ দলমত নির্বিশেষে একতাবদ্ধ ও শান্তি প্রিয়। আমরা হানাহানির রাজনীতি কখনোই এদেশে ফিরে আসুক তা চাইনা।

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। পরে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …