॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সুপার মার্কেটে পলি কেবল শোরুম এর শুভ উদ্বোধন করেন। ৫/১১/২০২৫ বিকাল ৫টার সময় সুপারমার্কেটর নিচতলায় পলি কেবলের শোরুম শুভউদ্বোধন করেন সুপার মার্কেটের সেক্রেটারি মিজানুর রহমান, হাতিয়া প্রাইভেট হাসপাতালের এমডি মোহাম্মদ সোহেল উদ্দিন, মাহতাব উদ্দিন রতন ও হাতিয়া পলিকেবলের নিলয় ইলেকট্রনিক্সের পিরবেশক মাওলানা আবদুস সালাম
আর এসব বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হলো পলি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে ১৯৯৬ সালে।শুধু তা-ই নয়; পলি কেবলস ২৪ বছর ধরে সফলতার সঙ্গে দেশের বৈদ্যুতিক তারের বাজারে ধরে রেখেছে শক্তিশালী অবস্থান।
হাতিয়া সুপার মার্কেটের বিসিষ্ট ব্যাবসায়ী ও বিভিন্ন অঞ্চলের ইলেকট্রিক টেকনিশিয়ান গণ উপস্থিত ছিলেন, দেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের উন্নয়ন এখন চোখে পড়ার মতো। দেশের অধিকাংশ অঞ্চলই এখন বৈদুতিক আলোয় আলোকিত। এর পেছনে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রশংসিত। ফলে আলোকিত বাংলাদেশ তৈরিতে বিশাল অবদান রয়েছে এর নেপথ্য কারিগরদের।
আর এসব বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হলো পলি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে ১৯৯৬ সালে।শুধু তা-ই নয়; পলি কেবলস ২৪ বছর ধরে সফলতার সঙ্গে দেশের বৈদ্যুতিক তারের বাজারে ধরে রেখেছে শক্তিশালী অবস্থান।
পলি কেবলসের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলা হয়, সাফল্যের শিখরে পৌঁছাতে প্রতিষ্ঠানটিকে তার প্রতিটি ভোক্তার আস্থা অর্জন করতে হয়েছে। পরে সুপার মার্কেটের নিলয় ইলেকট্রনিক্স হইতে পলি ক্যাবলের পক্ষে ইলেকট্রিক টেকনিশিয়ানদের কে- টি শার্ট হ্যান্ড ব্যাগ ও বিভিন্ন টুলস্ সামগ্রী প্রদান করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল