Saturday , 23 August 2025

সাহিত্য সম্পাদকের দায়িত্ব পেলেন বিশিষ্ট কবি ও লেখক এম এ হান্নান ।

আজ ০৯/০১/২০২২তারিখে দৈনিক গ্লোবাল সংবাদ পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পেলেন বিশিষ্ট কবি ও লেখক এম এ হান্নান। তিনি বর্তমানে একটি স্বনামধন্য বেসরকারী ব্যাংক এ কর্মকর্তা হিসেবে কর্মরত আছে।

জন্ম ২রা মার্চ  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ব্রহ্ম কপালিয়া গ্রামে। শিক্ষা এমবিএ মার্কেটিং। সাহিত্য অঙ্গনে সময়ের একজন অন্যতম কবি এম এ হান্নান । পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার হলেও সাহিত্য জগতে রয়েছে তাঁর অগাধ বিচরণ । তিনি দীর্ঘদিন ধরে ছড়া-কবিতা,  গান, গল্প ও উপন্যাস লিখে আসছেন স্বনামধন্য প্রকাশনী থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্য  ও গল্গ গ্রন্থ ।  সৃজনশীল লেখা উপহার দিয়ে তিনি কবি ও ছড়াকার হিসেবে দেশে বিশেষ পরিচিতি লাভ করেছেন । তার লেখা বই সরকারি রাজস্ব খাত সহ বিভিন্ন স্কুল ও মাদরাসা পাঠ্য বই হিসেবেও  অন্তর্ভুক্ত হয়েছে । বর্তমানে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩টিরও অধিক ।  যা পাঠক মহলে বিস্তর সাড়া জাগিয়েছে।  তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ।

Check Also

চক মেহেদী গ্রামে বাবই পাখির বাসার রাজ্য, তিন রাস্তার মোড়ে নারকেল গাছে প্রকৃতির অপূর্ব সাজ

॥ আরিফুল ইসলাম আরিফ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম—চক …