॥ শেরপুর (বগুড়া) উপজেলা প্রতিনিধি ॥
বৃ হস্পতিবার ২২ মে ২০২৫ বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের ২০৫ টি পরিবারে প্রকৃত ভাতাভোগী কার্ডধারীদের মাঝে VWB এর চাউল বিতরণ অনুষ্ঠান স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
এই ইউনিয়ন পরিষদের আশেপাশে কেহ যদি ফড়িয়া চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রি করেন, আমরা জানতে পারলে আগামীতে তাদের কার্ড বাতিল করে দেবো।
অত্র ইউনিয়নের প্রান্তিক জনপদের হত-দারিদ্র পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়। প্রতিটি পরিবার ৬০ কেজি করে চাউল পেয়েছেন। ঈদের আগে
এই চাউল পেয়ে পরিবার গুলো খুশি হয়েছেন। চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জনাব মোঃ আব্দুল আলিম
পরিবার পরিকল্পনা অফিসার শেরপুর উপজেলা, শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শাহ্ বন্দেগী ইউ :পি: চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ,
প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, এবং অত্র ইউনিয়নের সদস্য / সদস্যাগণ উপস্থিত ছিলেন। চাউল বিতরণ অনুষ্ঠানের আগে উপস্থিত সকল কার্ডধারী জনগণের উদ্দেশ্যে ট্যাগ অফিসার বলেন, এই ইউনিয়ন পরিষদের আশেপাশে কেহ যদি ফড়িয়া চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রি করেন, আমরা জানতে পারলে আগামীতে তাদের কার্ড বাতিল করে দেবো।