॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
dropcap] রা [/dropcap] জবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিয়াজুল ইসলাম কদম ( ৫০) কর্মরত অবস্থায় দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। সে মৃত্যু ইউসুফ আলী শেখের পুত্র।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ছয় ঘটিকার সময় সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের ২য় তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। নিহত কদম সিঙ্গাপুরে তেভান স্টেশন এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
নিহত কদমেরবৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ছয় ঘটিকার সময় সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের ২য় তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। নিহত কদম সিঙ্গাপুরে তেভান স্টেশন এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। দুলা ভাই কুদ্দুস আলম জানান, কদম দীর্ঘ দিন সিঙ্গাপুরে কন্সট্রাকশনের কাজ করতেন। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ছয় ঘটিকার সময় সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের ২য় তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। নিহত কদম সিঙ্গাপুরে তেভান স্টেশন এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত ৮ ঘটিকায় সময় নিহত কদমের বাড়িতে গিয়ে দেখা যায় নিহত কদমের মেঝো ভাই হারুন শেখের চল্লিশ দিনের দোয়াও মাহফিলের প্রস্তুতি চলছে।
বাড়িতে মিলাদের ছামিয়ানা টানানো, ডেকোরেশনের কাজ করেছে মিস্ত্রিরা। বাড়ীর উঠানে রান্নার ড্যাক পড়ে আছে। প্রবাসী কদমের মৃত্যুর খবর শুনে বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। বাড়ীতে শোকের মাতম চলছে। উল্লেখ্য গত ৮ অক্টোবর কদমের মেঝো ভাই হারুন শেখ স্টোক করে মৃত্যু বরণ করে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল