Saturday , 21 June 2025

পাংশার জাগীর বাগলী সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির জাগীর বাগলী সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে (ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ীতে) সোমবার (২৬মে) শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ও মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বহু নারী পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নওগার গৌর গোবিন্দ সম্প্রদায় ও কুমারী বন্দনা মোহন্ত কীর্তন পরিবেশন করেন। পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিনোদ কুমার বিশ্বাস, পংকজ কুমার সরকার, সুনীল কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডল, চন্ডীচরণ ঘোষ, মোহনলাল আগরওয়ালা, নিতাই দত্তসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বহু নারী পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …