॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব অপ্রীতিকর ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের পুনর্গঠনের ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা জোর দিয়ে বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দোষীদের দ্রুততম সময়ে শাস্তির ব্যবস্থা করা না হলে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
(১০ মার্চ) সোমবার সকাল ১১টায় উল্লাপাড়া মডেল থানার সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশব্যাপী অমানবিকভাবে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আইনশৃঙ্খলার অবনতি এবং প্রশাসন ও পুলিশের ধীর-গতির সমালোচনা করেন। বক্তারা উল্লেখ করেন, দোষীদের শাস্তির আওতায় আনার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সমাবেশে বক্তারা ৫ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে বলেন, এসব অপ্রীতিকর ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের পুনর্গঠনের ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা জোর দিয়ে বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দোষীদের দ্রুততম সময়ে শাস্তির ব্যবস্থা করা না হলে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
স্থানীয় জন-প্রতিনিধিরাও সমাবেশে একাত্মতা প্রকাশ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও জানান, নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের ভূমিকা জোরদার করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা উল্লাপাড়া মডেল থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা বিভিন্ন স্লোগানে নারীর নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার ছিলেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষ দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজপথে নামছেন। উল্লাপাড়ার এই বিক্ষোভ সমাবেশও সেই ধারাবাহিকতার একটি অংশ।