Thursday , 18 September 2025
ছবিঃ কবি, কথা সাহিত্যিক এমএ হান্নান

প্রথম গানেই নেটিজনদের মনে স্থান করে নিয়েছেন-এম এ হান্নান

॥ নিজস্ব প্রতিবেদক ॥

গীতিকার ও সুরকার হলেন কবি ও কথা সাহিত্যিক এম এ হান্নান । প্রথম গানেই নেটিজনদের মনে স্থান করে নিয়েছেন । গীতিকার ও সুরকার হলেন কবি ও কথা সাহিত্যিক এম এ হান্নান । প্রথম গানেই নেটিজনদের মনে স্থান করে নিয়েছেন ।

 

এই রমজান অতি শীঘ্রই তিনি দুইটি ইসলামী গান নিয়ে আসবেন বলে গ্লোবাল সংবাদ ২৪ ডটকম কে জানিয়েছেন । এম এ হান্নানের কথা ও সুরে তোর পিরিতে পুইরা হইলাম ছাই গানটি গত ৯ মার্চে MAH Music এর ব্যানারে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

এম এ হান্নানের কথা ও সুরে তোর পিরিতে পুইরা হইলাম গানটি গত ৯ মার্চে MAH Music এর ব্যানারে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

প্রকাশ হওয়ার পরপরই গানটি নেটিজনদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সঙ্গত কারণেই তাঁর একটি গানে মাত্র ৩ সপ্তাহে ৬৫ হাজারেরও বেশি ভিউয়ার্স অতিক্রম করেছে তাই তিনি দর্শক শ্রোতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

এই রমজান অতি শীঘ্রই তিনি দুইটি ইসলামী গান নিয়ে আসবেন বলে গ্লোবাল সংবাদ ২৪ ডটকম কে জানিয়েছেন । এম এ হান্নানের কথা ও সুরে তোর পিরিতে পুইরা হইলাম ছাই গানটি গত ৯ মার্চে MAH Music এর ব্যানারে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

প্রকাশ হওয়ার পরপরই গানটি নেটিজনদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সঙ্গত কারণেই তাঁর একটি গানে মাত্র ৩ সপ্তাহে ৬৫ হাজারেরও বেশি ভিউয়ার্স অতিক্রম করেছে তাই তিনি দর্শক শ্রোতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । এই রমজান অতি শীঘ্রই তিনি দুইটি ইসলামী গান নিয়ে আসবেন বলে গ্লোবাল সংবাদ ২৪ ডটকম কে জানিয়েছেন । গানটি দেখতে গানের শিরোনাম অথবা MAH Music লিখে সার্চ দিতে পারেন।

Check Also

মোংলায় যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী সুমি আটক

॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা …