Friday , 21 November 2025

জমে উঠেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রচারণা

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

শু ক্রবার ২১ নভেম্বর ২০২৫. জুমার নামাজ শেষে ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ, ভোট প্রার্থনা এবং দোয়া কামনা করে ব্যস্ত সময় পার করছেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর “এসোসিয়েট গ্রুপ ” পরিচালক পদপ্রার্থীগণ।

 

গঠনে এসোসিয়েট গ্রুপে সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন এবং সকলের কাছে দোয়া প্রত্যাশী।

মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, সমস্যা সমাধান, সবার সাথে আন্তরিক সদাচারণ, এর মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনে এসোসিয়েট গ্রুপে সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন এবং সকলের কাছে দোয়া প্রত্যাশী।

এ সময় উপস্থিত ছিলেন : অ্যাসোসিয়েট গ্রুপ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, ভোটার নং এ-৬. আলহাজ্ব জাহিদুল ইসলাম,। এসোসিয়েট গ্রুপ পরিচালক পদ প্রার্থী : আনোয়ার হোসেন তালুকদার ( ভোটার নংএ- ১৭),মোঃ নুরুল হক(ভোটার নং এ-৮৬), মোঃ আলতাফ হোসেন (ভোটার নং এ-১), মোঃ মোবারক হোসেন (ভোটার নং এ-৭৬), মোঃ আব্দুর রাজ্জাক ( ভোটার নং এ-১১), শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল ( ভোটার নং এ-৬৮). সকলে দোয়া প্রার্থী।

Check Also

সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান, সাধারণসম্পাদক দুলাল ও সাংগঠনিক সম্পাদক মিজান নির্বাচিত।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ঐ হিত্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন …