Saturday , 21 June 2025

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউপির আড়ংগাইল গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল হান্নান দুপুরে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পাশের ধানক্ষেতে বেঁধে রাখা দুটি গাভী আনতে বের হন।

 

গত বছর উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন এলাকায় ধানক্ষেতে কর্মরত ১২ জন শ্রমিক বজ্রপাতে মারা যান। এই বজ্রপাত থেকে রক্ষার জন্য সরকারিভাবে ফাঁকা মাঠে বজ্র নিরোধক দন্ড স্থাপনের প্রার্থনা জানিয়েছেন জেলার প্রান্তিক কৃষকগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ।

পথিমধ্যে মুুহুর মুহু বজ্রপাতের প্রচন্ড শব্দে এলাকা কেপে ওঠে। এ সময় তিনি পাশের বাড়িতে আত্মরক্ষার জন্য আশ্রয় নেন। কিছুক্ষণ পর প্রতিবেশীগণ ফোন করে জানান তাহার দুটি গাভী মারা গেছে। সাথে সাথে তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। সংসারের শেষ সম্বল দুটি গাভী প্রায় ২ লক্ষ টাকা দাম হতো।

তার এই অ-পুরনীয় ক্ষতিতে তিনি এখন হত- বিহবল হয়ে পড়েছেন। উল্লেখ্য বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতের ঘটনা বেশি ঘটছে। গত বছর উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন এলাকায় ধানক্ষেতে কর্মরত ১২ জন শ্রমিক বজ্রপাতে মারা যান। এই বজ্রপাত থেকে রক্ষার জন্য সরকারিভাবে ফাঁকা মাঠে বজ্র নিরোধক দন্ড স্থাপনের প্রার্থনা জানিয়েছেন জেলার প্রান্তিক কৃষকগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ।

Check Also

বাংলাদেশের রাজনৈতিক নেতা গুলো নিজেদের পকেট ভারি করেছে দেশের উন্নতি করেনি- বেলকুচিতে নাগরিক সমাবেশে আব্দুল হান্নান মাসুদ।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব …