Saturday , 8 November 2025

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদ ও বনি।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়।

এর আগে সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিদুল। মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল শেখ নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় বেধড়ক মারধর করে মাহমুদ ও বনি শেখ। এ সময় হামলাকারীরা কাঠ দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মারধরের মামলায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন নতুন করে তাদের দুজনের নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব …