Thursday , 3 July 2025

উল্লাপাড়ার সলঙ্গায় বৃদ্ধার লাশ উদ্ধার

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ল্লাপাড়ায় নিজের ঘর থেকে বুলবুলি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ| পুলিশের ধারণা, মৃত বুলবুলি খাতুন ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

 

 

আজ (১৩ ফেব্রুয়ারি) সকালে বৃদ্ধার মায়ের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে বিছানায় বুলবুলি খাতুনের মরদেহ দেখতে পায়।

নিহতের স্বজন আব্দুর রহমান বলেন, বুলবুলি খাতুন ও তার বৃদ্ধা মা একই ঘরে থাকতেন। আজ (১৩ ফেব্রুয়ারি) সকালে বৃদ্ধার মায়ের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে বিছানায় বুলবুলি খাতুনের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে
, তিনি আরো বলেন নিহতের জিহ্বা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Check Also

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কু*পিয়ে হত্যা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে …