মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪

ডেকো না

ডেকো না

কবিতার লেখকঃ এম এ হান্নান

ডেকো না, দোহাই লাগে তোমার
আমাকে আর পিছু ডেকো না,
রেখো না, এই হাতে হাত
 তুমি আর কভু রেখো না ।
আমি নব প্রণয়ে এখন মত্ত
 সে আমার ধ্যান-জ্ঞান স্বপ্নঘর,
যারে কেবল ভালবাসা যায়
কিন্তু ভোলা যায় না,
যাকে নিয়ে স্বপ্নে হয়েছি বিভোর

যাকে নিয়ে কল্পলোকে ছবি এঁকেছি

যার রূপ মাধুর্যের মোহে বিমোহিত
সে আমার ভালবাসা নীলিমা জলধর ।
তার সাথে আজ আমার প্রথম দেখা
হয়ত এটাই জীবনের  শেষ দেখা
তাকে  প্রাণ ভরে ভালবাসতে দাও
আমার এ ভালবাসা তুচ্ছ  ভেবো না
তার সাথে আমার  আজন্মের প্রণয়।
তার সাথে আমি নীরবে কথা বলি
স্বপ্নের খোঁজে আমি পথ চলি।
আমি ইহজগৎ গিয়েছি ভুলে
ভুলে গিয়েছি বৃষ্টি ভেজা দিন,
শুধু ভুলতে পারব না তাকে
আর তার অপার সৌন্দর্য,
 কল কলানি শব্দের সুমধুর গান
 আর ক্ষনিকের ভালোবাসা ঋণ ।

 

 

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …