Tuesday , 3 December 2024

গোয়ালন্দে চরমপন্থী দলের সদস্যকে পিটিয়ে হত্যা

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে মো. শহীদ মোল্লা নামে চরমপন্থী দলের সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাবনা জেলার আমিনপুর থানার দূর্গাপুর পানপাড়া এলাকার কানাই মোল্লার ছেলে।

 

ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখান থেকে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে কোন এক অটোচালক নিহত শহীদ মোল্লাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া এলাকার পেছেনে একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। গোয়ালন্দ ঘাট পুলিশের দাবি নিহত শহীদ মোল্লা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের (পূর্ব বাংলা সর্বহারা পার্টি) সদস্য । শনিবার বিকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখান থেকে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে কোন এক অটোচালক নিহত শহীদ মোল্লাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

১০ মিনিট পর শহীদ মোল্লা মারা যায়। পরে অনেক খোঁজখবর নিয়ে জানা যায় কে বা কারা উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া এলাকার পিছনে মেহগনির বাগানে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখান থেকে একটি হাত ঘরি ও একটি রক্ত লেগে থাকা বাঁশ উদ্ধার করা হয়। নিহত শহীদ মোল্লা সূত্রে জানা যায় তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সে চরমপন্থী দলের সক্রিয় সদস্য।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …