Tuesday , 16 September 2025

ফুলবাড়ীতে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ইজিবাইক সংঘর্ষে একজন ইজি বাইক চালক গুরুতর আহত হয়েছে স্থানীয় লোকজন দ্রুত ইজি বাইক চালক কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

কোতয়ালী থানার উত্তর শেখপুরা বালুবাড়ী পানির ট্যাংকির মোঃ তালু মিঞ্জিরের ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ঘাতক ট্রাকটি পুলিশের অধীনে রয়েছে চালক ও তাঁর সহযোগী পালিয়েছে

২৭ জুলাই রবিবার দুপুর ২ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী আদর্শ কলেজ সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ফুলবাড়ী থেকে যাত্রী নিয়ে নামানোর পর ইজিবাইক টি ঘোরানোর সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঢাকা মেট্রো (ট-১৬-৫২২৯)ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ইজিবাইক টি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হয়।

আহত ঐ ইজিবাইক চালকের নাম হারুন মিঞ্জির (৪০) সে দিনাজপুর কোতয়ালী থানার উত্তর শেখপুরা বালুবাড়ী পানির ট্যাংকির মোঃ তালু মিঞ্জিরের ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ঘাতক ট্রাকটি পুলিশের অধীনে রয়েছে চালক ও তাঁর সহযোগী পালিয়েছে এ বিষয়ে ট্রাকের মালিকের সাথে কথা বলেন ফুলবাড়ী থানার এসআই জুলফিকার আলী মালিক পক্ষ জানিয়েছেন দূর্ঘটনায় ভিকটিমের চিকিৎসা ব্যয়বহুল করছেন সুস্থ হওয়ার পর বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Check Also

সিরাজগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থী ও …