Saturday , 15 March 2025

রিমঝিম কচিকাঁচার মেলার রোকন উদ্দিন দাদা-ভাইয়ের শততম জন্মবার্ষিকী এবং উল্লাপাড়ার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ল্লাপাড়ায় রিমঝিম কচিকাঁচার মেলার রোকন উদ্দিন দাদাভাইয়ের শততম জন্মবার্ষিকী এবং উল্লাপাড়ার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট হাইস্কুল চত্বরে পালিত হয়েছে।

 

রিমঝিম কচিকাচার মেলার সাধারন সম্পাদক অধ্যাপিকা রাশেদা সুলতানা রোজী গ্লোবাল সংবাদ কে জানান, উল্লাপাড়া রিমঝিম কচিকাচার মেলার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক গুণাবলী সম্পন্ন মুক্ত মনের মানুষ গড়তে অসাম্প্রদায়িক চেতনার মানুষ গড়তে সু-নাগরিক গড়তে এবং পরিপূর্ণ মানুষ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই

এই উদযাপনে রোকন উদ্দিন দাদা-ভাইয়ের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। রোকন উদ্দিন দাদাভাই ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। তিনি কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা। কচিকাঁচার মেলা শিশুদের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান। এই উদযাপনে উল্লাপাড়া কচিকাঁচার মেলার ৪৫ বছরের পথচলা তুলে ধরা হয়েছে।

কচিকাঁচার মেলা শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি শিশুদের সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকাল ১০টায় কচি কাঁচামেলার সদস্যদের সমন্বয়ে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই উদযাপনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তি এবং নাটক পরিবেশিত হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা রোকন উদ্দিন দাদা-ভাইয়ের জীবন ও কর্ম এবং কচিকাঁচার মেলার অবদান তুলে ধরেন। এই উদযাপনটি ছিল একটি আনন্দঘন এবং স্মরণীয় অনুষ্ঠান।

রিমঝিম কচিকাচার মেলার সাধারন সম্পাদক অধ্যাপিকা রাশেদা সুলতানা রোজী গ্লোবাল সংবাদ কে জানান, উল্লাপাড়া রিমঝিম কচিকাচার মেলার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক গুণাবলী সম্পন্ন মুক্ত মনের মানুষ গড়তে অসাম্প্রদায়িক চেতনার মানুষ গড়তে সু-নাগরিক গড়তে এবং পরিপূর্ণ মানুষ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই এই ব্রতকে সামনে রেখে রিমঝিম কচিকাচার মেলার যে সাফলতার বিস্তৃতি ঘটিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান বলেন, উল্লাপাডা রিমঝিম কচিকাঁচার মেলা দীর্ঘ ৪৫ বছর ধরে কাজ করে যাচ্ছে একং তারা দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রান চেষ্টা করে যাচ্ছে। এই ৪৫ বছর তারা মাথা উচু করে কাজ করে যাচ্ছে। আমি প্রত্যাশা করি আশাকরি উল্লাপাড়া রিমঝিম কচি-কাচার মেলা দেশের সংস্কৃতিকে বাচিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি তাদের উওরাত্তর সফলতা কামনা করছি।

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোক্তার হোসেন বলেন, আমি রিমঝিম কচি-কাচার সাথে সেই প্রথম থেকেই জড়িত। আমার মেয়ে এই রিমঝিম কচি-কাচার মেলার সদস্য ছিল সে এখন বর্তমান শহীদ মনসুর আলী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমি এই রিমঝিম কচিকাঁচার মেলার সাফল্য কামনা করছি।

শিক্ষক সাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক জনাব শামীম হাসান, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোক্তার হোসেন, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মীর আব্দুল হান্নান, গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউর রহমান, সংগঠনের মতলব সূর্যমুখী শাখার পরিচালক মাকসুদুল হক বাবলু,উল্লাপাড়া কচিকাঁচা মেলার সাধারন সম্পাদক সহকারী অধ্যাপিকা রাশেদা সুলতানা রোজী, সাংবাদিক এ আর জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিমঝিম কচি কাচাঁর মেলা’র পরিচালক মো.মাহবুব হোসেন।

Check Also

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

॥ নওগাঁ জেলা প্রতিনিধি ॥ আজ ১৫ই মার্চ রোজ শনিবার বেলা সাড়ে এগারো টায় শহরের মুক্তির …