Wednesday , 7 May 2025

শ্যামনগরে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১২ শিক্ষার্থী কমপিটেন্ট

॥ নূরুন্নবী ইমন, শ‌্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥

সা তক্ষীরার শ্যামনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১২ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ১২ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে।

শনিবার (৩মে) অনুষ্ঠিত কম্পিউটার অপারেশন লেভেল-৩ অ্যাসেসমেন্টে ১৮জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ১২ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার মন্ডল ও মো. তারেক এবং এনএসডিএ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশিকুল ইসলাম।

কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কো-অডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম, মাকসুদুর রহমান মিলন, মো. গোলাম রাব্বি ও হেলাল খান। ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

Check Also

১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে ছিনিমিন না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতনা-বিএনপি নেতা অমিত

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ ২ ০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচন …