Saturday , 18 October 2025

ফিশিং ট্রলার সহ নৌবাহিনীর হাতে ১৪ ভারতীয় জেলে আটক মোংলা থানায় হস্তান্তর

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

বাং লাদেশি জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৪ জন জেলেসহ “এফবি শুভযাত্রা” নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে মোংলা নৌবাহিনী।

ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল বলে তারা স্বিকার করে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। আটক ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

আটক করার পর ফিশিং ট্রলার সহ জেলেদের শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৭৫ নটিক্যাল মাইল দক্ষিন দিকে বেশ ভারতীয় ফিশিং ট্রলার মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। এসময় তাদের আটক করতে গেলে অন্যান্য ট্রলার পালিয়ে তাদের সিমানায় পৌছাতে পারলেও ধাওয়া করে এফ,বি শুভযাত্রা নামের ভারতীয় ট্রলার আটক করা হয়।

ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল বলে তারা স্বিকার করে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। আটক ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও বাংলাদেশী মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের শেষে রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুইটি এবং ৩ আগস্ট একটি ফিশিং ট্রলার সহ একই অপরাধে ভারতীয় জেলেদের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।

Check Also

উল্লাপাড়ায় শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো …