Thursday , 21 November 2024

সলংগায় আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবীতে ১ম সম্মেলন অনুষ্ঠিত

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রামকৃষ্ণপুর ইউনিয়নে চৈত্রহাটি গ্রাম। এই গ্রামে প্রায় আড়াইশ বছর আগে প্রতিষ্ঠিত হয় শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দির। স্থানীয়ভাবে এটি চৈত্রহাটি মন্দির নামেই অধিক পরিচিত।

 

এসময় তিনি রাষ্টীয় ভাবে আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবী তোলেন এবং সমতল আদি বাসীদের জন্য ভূমি কমিশন গঠন ও পৃথক মন্ত্রণালয় গঠন এবং আদিবাসীদের রাষ্ট্রীয় শিক্ষা, খেলা-ধুলা ও ধর্মীয় শিক্ষা মূলক নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মন্দিরে জাতীয় আদিবাসী পরিষদ, উল্লাপাড়া উপজেলা শাখা কমিটি কর্তৃক আয়োজিত আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবীতে ১ম সম্মেলন ও কমিটি গঠন প্রসংঙ্গে আলোচনা সভা।

উক্ত সম্মেলনে সভাপতিত্ত্ব করেন, উল্লাপাড়া উপজেলা শাখার জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক সুশীল চন্দ্র মাহাতো এবং তাপস চন্দ্র মুন্ডা’র সঞ্চালনায়… প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নরেন চন্দ্র পাহান।

এসময় তিনি রাষ্টীয় ভাবে আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবী তোলেন এবং সমতল আদি বাসীদের জন্য ভূমি কমিশন গঠন ও পৃথক মন্ত্রণালয় গঠন এবং আদিবাসীদের রাষ্ট্রীয় শিক্ষা, খেলা-ধুলা ও ধর্মীয় শিক্ষা মূলক নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সন্তোষ শিং (বাবু) সাংগঠনিক সম্পাদক ( ভারপ্রাপ্ত), নকুল পাহান সভাপতি, ছাত্র পরিষদ, জগেশ শিং-সহ-সভাপতি, বগুড়া জেলা শাখা, প্রতাপ শিং- সহ-সভাপতি, নাটোর জেলা শাখা, স্বপন শিং- সভাপতি, শেরপুর উপজেলা শাখা, বগুড়া, আইচন পাহান- সাঃ সম্পাদক, পোরশা উপজেলা শাখা, জেলা নওগাঁ। হেমন্ত পাহান- সহ-সভাপতি, যুব পরিষদ, নাটোর জেলা শাখা, আখিঁ পাহান- সভাপতি, ছাত্র পরিষদ, নাটোর জেলা শাখা, মিঠুন পাহান- সভাপতি, ছাত্র পরিষদ, নওগাঁ জেলা শাখা।

এছাড়াও বক্তব্য রাখেন চৈত্রহাটি আদিবাসীদের গ্রাম প্রধান হৃদয় চন্দ্র মুন্ডা, জিদেন চন্দ্র মুন্ডা সহ প্রমূখ। পরিশেষে প্রধান অতিথি উপস্থিত আদিবাসীদের সমর্থনের মাধ্যমে উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক আহবায়ক সুশীল চন্দ্র মাহাতো কে সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ, উল্লাপাড়া উপজেলা শাখা ও তাপস চন্দ্র মুন্ডা কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করেন।

সর্বপরি সভার সভাপতি উপস্থিত সকলের সুস্থতা, দীর্ঘায়ু ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সম্মেলনের কার্যক্রম সমাপ্ত করেন।

Check Also

নরসিংদীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরাতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের …