॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
দে শের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা বন্দরে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বৈশাখী টিভির মোংলা সংবাদদাতা মনিরুল হায়দার ইকবালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সিনিয়র সাংবাদিক ও পরিবেশবিদ মোঃ নূর আলম শেখের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোটের সহকারী আ্যার্টনী জেনারেল এ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের মোংলা পৌর শাখার সেক্রেটারী জেনারেল এ্যাড. মোঃ হোসেন।
এছাড়াও মোংলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে একটি বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল