Friday , 4 April 2025

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৎস্য দূর্বত্তচক্রের দু’সদস্য সহ ২২ বস্তা চিংড়ি শুটকী আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার শুটকী তৈরি ও পাচারকারী চক্রের দু’ সদস্য সহ ২২ বস্তা চিংড়ি শুটকী আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার বিকালে পশুর নদী সংলগ্ন চিলাবাজর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আটককৃত দু’জনকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরন করা হয়েছে।

 

 মৎস্য প্রজনন ও নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করে অভয়ারন্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ আহরন সহ খুটি বাসা, মাচা তৈরি করে শুকটি তৈরী করে আসছিল একটি চক্রটি।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা বাজারের বেলায়েত সরদারের গুদাম থেকে ২২ বস্তা অবৈধ চিংড়ি শুটকি জব্দ করে বনরক্ষীরা।

এ সময় খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর পূত্র কামরুল গাজী(২৯) ও কয়রা উপজেলার মমিন শাহার পূত্র ইকবাল হোসেন (২৪)কে আটক করা হয়। মৎস্য প্রজনন ও নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করে অভয়ারন্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ আহরন সহ খুটি বাসা, মাচা তৈরি করে শুকটি তৈরী করে আসছিল একটি চক্রটি।

গোপন সংবাদের ভিত্তিতে গত দু’ দিন নিবিড় পর্যবেক্ষনে রেখে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনকর্মীরা এই অভিযান পরিচালনা করে। আটক দু’ ব্যক্তির বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, এ চক্রটির মূল হোতা মোংলা চিলা গ্রামের বেলায়েত সরদার, মোংলা বাজারের মৎস্য ব্যবসায় সুমন, দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবেদ, সোহেল ও মিজানের বিষয় নিশ্চিত হয়েছে বনবিভাগ। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের ধরতে ও আইনের আওতায় আনতে তদন্ত সহ বনরক্ষীরা তৎপর রয়েছে।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …