॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে “দেশী ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী উপজেলা ফল মেলা-২০২৫ শুরু হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন মেলার বিভিন্ন স্টলে ফল ও অন্যান্য জিনিসপত্রর পরিচয় তুলে ধরেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আনন্দঘন পরিবেশে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা লাল রঙের ফিতা কেটে ফল মেলার উদ্বোধন করেন।
এ সময় পাংশা উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সামছুল আলম, সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু মুসাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন মেলার বিভিন্ন স্টলে ফল ও অন্যান্য জিনিসপত্রর পরিচয় তুলে ধরেন।
মেলায় বিভিন্ন জাতের আম, কাঁঠাল, সবরি কলা, সাগর কলা, মদনা কলা (বাংলা কলা), খেজুর, ক্ষুদে জাম, অড়বরই, কাঁচা পেঁপে, কাগজী লেবু, আমড়া, জাম, ডেউয়া, পেয়ারা, সফেদা, জামরুল, তেঁতুল, কাঠ লিচু, বাতাবি লেবু, গোলাপ জাম, বারি মাল্টা, কাউফল, আলু বোখরা, লেবু, করমচা, পেয়ারা, লটকম, ড্রগনসহ বিভিন্ন ফল, মাশরুম ও মধুর পৃথক স্টল দেওয়া হয়েছে। বিভিন্ন লোকজন ফল মেলা ঘুরে ঘুরে দেখছেন।