Thursday , 16 October 2025

পাংশায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ৩জন জেলেকে দন্ড

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩জন জেলেকে দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) খোন্দকার আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী ছবিউর রহমান ও পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে। পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে ২জনকে ১০দিন করে কারাদন্ড এবং ১জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ (সংশোধিত অধ্যাদেশ-২০২৫) অনুযায়ী উল্লেখিত দন্ড প্রদান করা হয়। দন্ডিতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধারকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) খোন্দকার আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী ছবিউর রহমান ও পাংশা মডেল থানা পুলিশ সহযোগিতা করে। পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পাংশা উপজেলা মৎস্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

Check Also

হাতিয়া বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালী- ৬ মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হা তিয়া (নোয়াখালী -৬)হাতিয়া আগামী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী …