॥ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ পৃথক ৩টি সভা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।পর্যায়ক্রমে উপজেলা মাসিক সমন্বয় সভা, উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় ধরে পর্যায়ক্রমে উপজেলা মাসিক সমন্বয় সভা, উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান,
বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, মাছপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বাকি বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।