Monday , 10 March 2025
কেরোসিন ঢেলে মাটিতে পুতে নষ্ট করা হয়।

শিকারীদের ফেলে যাওয়া মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে নষ্ট

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় শিকারীদের ফেলে যাওয়া মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনরক্ষীরা।রবিবার রাত ৩টার দিকে বৌদ্ধমারী বাজার থেকে এই হরিণের মাংস উদ্ধার করে সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। পরে তা কেরোসিন ঢেলে মাটিতে পুতে নষ্ট করা হয়।

 

শিশুটিকে ধর্ষণ চেস্টা করলে শিশুটির কান্না সহ  ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির  কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

এই তথ্য নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস সোমবার (১০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রবিবার রাত ২টার দিকে জয়মনির ঘোল এলাকা হতে একদল শিকারী হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছে। এই খবরে তারা বৌদ্ধমারী বাজারে ওঁৎ পেতে থাকেন।

কিন্তু তাদের অবস্থান টের পেয়ে শিকারীরা হরিণের মাংস ফেলে দ্রুত মটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করতে পারেন বনরক্ষীরা।

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, যেহেতু এ ঘটনায় কোন শিকারীকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধারকৃত হরিণের মাংস উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সোমবার দুপুরে চাঁদপাই ষ্টেশনে কেরোসিন ঢেলে নষ্ট করে তা মাটিতে পুতে ফেলা হয়।

Check Also

সিরাজগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে তিন ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা, একটিকে উচ্ছেদ

॥ আরিফুল ইসলাম, রায়গঞ্জ  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে …