Tuesday , 21 January 2025

সুন্দরবন থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ, চোরা শিকারীদের প্রতিহত করতে বনবিভাগের ফাঁকা গুলি

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। এ সময় চোরা শিকারীদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বনববিভাগ। তবে কেউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান চোরা শিকারী দল। এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৩০কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান ওই চোরা শিকারী দল। তখন ওই চোরা শিকারীদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ওই এলাকা থেকে ৮/১০জনের চোরা শিকারীকে ঘিরে ফেলেন তারা।

পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান চোরা শিকারী দল। এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৩০কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান ওই চোরা শিকারী দল। তখন ওই চোরা শিকারীদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ। পরে চোরা শিকারীরা আবারো বনের অভ্যন্তরে পালিয়ে যান।

বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮/১০জনের এ চোরা শিকারী দলের মধ্যে ৩ জনকে সনাক্ত করা গেছে। তারা হলেন-শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ী বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় এই চোরা হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Check Also

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫কেজি হরিণের মাংস ও হরিণ …