Tuesday , 2 September 2025

মোংলায় টাইফয়েড টিকা পাবে ৩১ হাজার শিশু-কিশোর

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং   লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।

 

ডাঃ মোঃ শাহীন বলেন, টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রা ও প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান। এ অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সোমবার থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্ভুদ্ধকরণ সভা করে আসছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।

ডাঃ মোঃ শাহীন বলেন, টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে। এতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। তিনি আরো বলেন, পৌরসভা ও উপজেলার ৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

Check Also

মোংলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান —- নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ না গরিকদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব। …