Monday , 22 December 2025

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ৩.৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩.৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

 

অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Alprazolam ip.0.5.mg.tablets) আটক করেছে যাহার বাজার মূল্য ২.৮০.০০০.টাকা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সবসময় ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তায় রয়েছে

গত ২০ ডিসেম্বর ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ দাইনুর বিওপির একটি নিয়মিত অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩.৫০০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Alprazolam.ip.0.5mg.tablets) আটক করেছে। আটককৃত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট মাদকদ্রব্যের বাজার মূল্য(২.৮০.০০০)দুই লক্ষ আশি হাজার টাকা।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ দাইনুর বিওপির একটি নিয়মিত অভিযানিক দল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Alprazolam ip.0.5.mg.tablets) আটক করেছে যাহার বাজার মূল্য ২.৮০.০০০.টাকা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সবসময় ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তায় রয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

মোংলায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক …