Wednesday , 12 March 2025

অপারেশন ডেভিল হান্ট’ হাতিয়ায় দ্বিতীয় দিনে আটক ৪

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

‘পারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়ায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী । গতরাতে হাতিয়ার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়াতে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

হাতিয়া থানা থেকে জানা যায়, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তমরুদ্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে মো. সালাউদ্দিন (২৮), তমরুদ্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত রফিক উল্যাহর ছেলে মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রতন বিহারী দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩৫)। সে সিঙ্গাপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অন্যদিকে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিনকে (৩৬) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল যৌথবাহিনীর অভিযানে ৭জন আটক হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়াতে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল …