Friday , 23 January 2026

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ 

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥

সু   ন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এ সময় ৪ চোরা শিকারী পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

 

এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশী চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা।

এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশী চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা।

জব্দ করা হয় চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও। এ ঘটনায় পলাতক চোরা শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আর কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা মাংস মাটি চাপা দেয়া হয়েছে।

Check Also

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বাং লাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন …