Tuesday , 9 September 2025

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান প্রদান ।

 

প্রধান অতিথি বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরণের সময় মানুষের অধিকার ফিরিয়ে দিতে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সকল সংকট ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা বিএনপি আজও সেই ঐতিহ্য বহন করছে।

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিকেলের দিকে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকী বনার্ঢ্য আনন্দ র‍্যা‌লির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি , সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক নির্বাচিত জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান অতিথি বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরণের সময় মানুষের অধিকার ফিরিয়ে দিতে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সকল সংকট ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা বিএনপি আজও সেই ঐতিহ্য বহন করছে।

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম – সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,  দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক
সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, দপ্তর সহ- দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলআমীন খান,  সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ,   এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল,  সাধারণ সম্পাদক এলেমা বেগম,  সহ- সভাপতি মোছাঃ মেরী খাতুন, জেলা মহিলা দলের শহর বিএনপির পদপ্রার্থী শাফিয়া সুলতানা,  শহর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী জান্নাতুল ইসলাম পলি,  সদর  উপজেলা মহিলা দলের সভাপতি প্রদপ্রার্থী শুকতারা,  শহর মহিলা দলের সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী মোছাঃ নয়ন তারা, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন মহিলা দলের পদপ্রার্থী মোছাঃ ফেরদৌসী খাতুন, প্রমুখ।

Check Also

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হী ড বাংলাদেশ নামীয় একটি সংস্থার পূর্বের ঋণ …