॥ বিশেষ প্রতিনিধি ॥
ঢা কার নবাবগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের তত্ত্বাবধানে মো: আশরাফুল আলমের নির্দেশনায় নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গত ১৯.০৭.২০২৫ ইং তারিখে ঢাকা ও ফরিদপুর জেলায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার খোকনসহ ০৫ জন আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করে ও তাদের দেওয়া তথ্য মতে ডাকাতি হওয়া বিপুল স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।ধৃত আসামিদের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাববগঞ্জ থানার মামলা নং- ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫ এর সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ০১। ডাকাত সর্দার মোঃ খোকন ওরফে জসিম (৩৮), পিতা-মৃত আওয়াল, স্থায়ী : গ্রাম-সুলনা (চান্দ্রা), থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, ০২। সালাম (৫৬), পিতা-মৃত লতিফ মাতবর, গ্রাম-খাটরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, ০৩। হামিদুল (৩৭), পিতা-আব্দুল ইসলাম, সাং-পূর্ব বাগডোকরা, থানা-ডোমার, জেলা-নীলফামারী। ০৪। শফিকুল ইসলাম (৪৩), পিতা-আব্দুল করিম, সাং-বাসা নং-২৪৮, ব্লক-ত, রোড-৩, থানা-পল্লবী, ডিএমপি-ঢাকা। ৫। সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), পিতা-সরোয়ার মাতুব্বর, মাতা-নাসিমা বেগম, গ্রাম-বাররা (ইউপি-রুরুল্যাগগঞ্জ), থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ ১। গলিত স্বর্ণের টুকরা সহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ পাথর সহ ৩ ভরি ৫ আনা।
২। রুপার বিভিন্ন অলংকারের অংশ ৮০ ভরি (প্লাস্টিকের বাটি সহ) উল্লেখ্য, ধৃত আসামিদের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাববগঞ্জ থানার মামলা নং- ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫ এর সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।