Monday , 30 June 2025

উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার পদত্যাগ: রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন) ও রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগী নেতাদের অভিযোগ, সংগঠনটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে শুরু হলেও বর্তমানে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হচ্ছে, যা সংগঠনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।

 

এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা বলেন, যদি কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চান, তবে তাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এই পদত্যাগগুলি উল্লাপাড়ায় ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এবং এর অরাজনৈতিক চরিত্র নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন – উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল এবং মুখপাত্র রিয়াদুল রিমন সরকার। নিজ নিজ ফেসবুক পোস্টে তারা উল্লেখ করেন, তারা সংগঠনটিকে অরাজনৈতিক মনে করেই এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে বর্তমানে বেশিরভাগ সদস্য একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করছেন, যা তাদের মতে সংগঠনের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতিতে নৈতিক কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সংগঠনের সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত বলেন, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি মনে করেন, ব্যক্তি পর্যায়ে কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলেও তা সংগঠনের সঙ্গে সম্পর্কিত নয়।

অন্যদিকে, সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামান পদত্যাগী নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, যদিও নেতারা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। রিফাত বিন জামান আরও দাবি করেন যে, তাদের অভিযোগ সত্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা বলেন, যদি কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চান, তবে তাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এই পদত্যাগগুলি উল্লাপাড়ায় ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এবং এর অরাজনৈতিক চরিত্র নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …