Thursday , 21 November 2024

গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লক্ষাধিক টাকাসহ ৫ ডাকাত গ্রেপ্তার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও ৩ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ৫ থেকে ১২টি মামলা রয়েছে। আসামীদের রিমান্ড শেষে রোববার রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।

২৪ জুন সোমবার সকাল ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন থেকে অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটি বাজার এলাকার এইচএম আলম টাওয়ারের নিচ তলায় নুপুর স্বর্ণবিতান নামের দোকান থেকে গোয়ালন্দে ডাকাতির ঘটনায় লুন্ঠিত নগদ ৬৮ হাজার টাকা ও ১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণাংলকার এবং ঢাকা মেট্টো পলিটন পুলিশে কোতয়ালী থানার তাঁতি বাজারের হুমায়রা মঞ্জিল ২৭ নং রাখাল চন্দ্র বসাক লেনের মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোর থেকে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

এসময় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর গ্রামে মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৪২), জামাল মাদবরকান্দির আবুল কাশেমের ছেলে মঞ্জু মৃধা অরফে মন্টু (৪৫), মোনার দেউল গ্রামের মোসলেম পেদার ছেলে ছাব্বির অরফে স্বপন (৫২), মাদারীপুর জেলা সদরের বালিরচর গ্রামের মোতালেব খাঁর ছেলে মোঃ কামাল খাঁ (৪২), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গুইতা কৃষ্ণনগর গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের ছেলে বিশ্বনাথ সরকার (৫৩) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ৫ থেকে ১২টি মামলা রয়েছে। আসামীদের রিমান্ড শেষে রোববার রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …