॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
অপারেশন ডেভিল হান্টে মোংলায় সাবেক পৌর কাউন্সিলর ( প্যালেল মেয়র) ও এক ইউপি মেম্বরসহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালান।
মঙ্গলবার ভোর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা হতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা উদ্ধার করা হয়। অপরদিকে মঙ্গলবার রাতে শহরের কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম এবং মোঃ সাইফুল শেখ নামে আ’লীগের আরও দুজনকে আটক করে পুলিশ।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালান।
এ সময় আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), মোঃ ডালিম (৫২), মোঃ শফিকুর রহমান খাঁন (৭২), বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল