Friday , 9 May 2025

বিসিজি স্টেশন হাতিয়া( কোষ্টগার্ড) ও মৎস্য অফিস  কর্তৃক যৌথ অভিযানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ৬১৫ কেজি ইলিশ জব্দ। 

॥  আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

দীতে মাছধরার ৫৮ দিনের নিষেধ আজ্ঞা অমান্য করায় ০৮ মে ৯:৩০ ঘটিকা হতে অদ্য ০৩:৪৫ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে হাতিয়া উপজেলাধীন হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে জব্দকৃত মাছ মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উক্ত এলাকায় সমুদ্রে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে হতে মাছ আহরন করে আসা ০৬টি  ফিশিং(এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা,,এফবি তাহিয়ান, এফবি সামিয়া,এফবি সাইফুল-২,এফবি মায়ের দোয়া) বোট তল্লাশী করে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ সহ ৬১৫ কেজি ইলিশ ও ৯৩ জন জেলেকে বোটসহ আটক করা হয়।

জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য টাকা ৪,৬১,২৫০/০০ (টাকা চার লক্ষ একশট্টি হাজার দুইশত পঞ্চাশ মাত্র)।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে জব্দকৃত মাছ মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান কর্তৃক মোবাইল কোর্ট  পরিচালনা করে জব্দকৃত ৬ টি বোট মালিককে ) জরিমানা করে জেলেদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

Check Also

সিরাজগঞ্জ ৩ দিন ব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত …