Thursday , 9 January 2025

দোহারে অটোরিক্সা গ্যারেজ মামিক হত্যাকান্ডে ৯ জন গ্রেপ্তার

॥  শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার দোহার উপজেলায় অটোরিক্সা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকান্ডের ঘটনায় মোট ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মানিক মোল্লা (৪২) ও তার স্ত্রী সিরুতাজ বেগম (৩৯), মো. সুমন খাঁ (৩২), মাহবুব (৫০), আমজাদ (৩৫), রিক্সাচালক আল আমিন (৪২), ভাংগাড়ীর দোকানদার আল আমিন (৩৫), মালেক (৫৭), এবং শাহ আলম (৩৬)।

সহকারী পুলিশ সুপার জানান, গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখ রাতে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিক্সার গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা ও ৮ টি অটোরিক্সার ব্যাটারী এবং লুণ্ঠিত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার ৮ জানুয়ারি দুপুরে দোহার থানার সভাকক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রেজাউল করিম ও উপ-পরিদর্শক এসআই মো. নুরুন্নবী ইসলাম।

সহকারী পুলিশ সুপার জানান, গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখ রাতে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিক্সার গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়। এরপর তার ভাই শেখ ছোরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও তার স্ত্রী সিরুতাজ বেগমকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে হত্যাকান্ডের মূল হোতা সুমন খাঁ’কে ঢাকার দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। এ সময়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাদের তথ্যের ভিত্তিতে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৪৪ ধারায় এ হত্যাকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এ বিষয়ে মামলার বাদী শেখ ছোরহাব বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের ফাসি চাই।

Check Also

সেতু ও রাস্তার দাবিতে মানববন্ধন দীর্ঘদিনেও সংস্কার হয়নি নয়ানগর-ইমামনগর রাস্তার

॥  শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥ ঢাকার দোহারের সীমান্তবর্তী ইমামনগর থেকে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর …